মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা করলেন স্কালোনি
আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে রাখা হয়েছে লিওনেল মেসিকে।
এর আগে ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করা হয়। সেখান থেকে দুজনকে বাদ দেন স্কালোনি। বাদ পড়া দুজন হলেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া।
প্রথমবার ডাক পেয়েছেন পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। তার সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি ও এবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ১৮ বছর বয়সি ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।

