সাকিবের পাশে নাম লেখালেন আফগান অলরাউন্ডার
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের পাশাপাশি ব্যতিক্রমী একটি রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের মালিক হলেন নবি। যা এর আগে ছিল শুধু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে।
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ফখর জামানকে আউট করে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেট পূরণ করেন মোহাম্মদ নবি। পরে আরো একটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ২টি উইকেট।
এই ম্যাচ শেষে নবির আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান দাঁড়িয়েছে, ১৩৪ ম্যাচে ১০১ উইকেট ও ২২৪৬ রান। অন্যদিকে সাকিব আল হাসান এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ২৫৫১ রান এবং নিয়েছেন ১৪৯টি উইকেট।

