টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
বুধবার (২৯ অক্টোবর) টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডজ অধিনায়ক শাই হোপ। চট্টগ্রামের সাগরিকায় প্রথম ম্যাচে হারায় দ্বিতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের টিকে থাকার লড়াই।
দ্বিতীয় ম্যাচের একাদশে কেবল একটি বদল এসেছে বাংলাদেশের একাদশে। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, ফিরেছেন জাকের আলী অনিক। তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
উইন্ডিজ এই ম্যাচে ভাঙেনি উইনিং কম্বিনেশন, খেলতে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

