ডিঙি নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু, দুইজন নিখোঁজ
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা ডুবে দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিধুলি ইউনিয়নের চরভাটিয়ানি এলাকার আনার বাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো চরভাটিয়ান এলাকার দুদু মিয়ার ১২ বছর বয়সী মেয়ে মরিয়ম এবং তার ৮ বছর বয়সী ছেলে আবু সাঈদ। অন্য মৃত শিশুটি হলো সরিষাবাড়ী উপজেলার বাউশি এলাকার নুর ইসলামের ৯ বছর বয়সী মেয়ে সাইবা।
নিখোঁজ দুই শিশু হলো- কুলসুম ও বৈশাখী। এর মধ্যে কুলসুম তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সে সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিল পাঁচ শিশু। এ সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়। পরে শিশু ও নদী তীরবর্তীদের চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রথমে দুইজন ও পরে একজনের লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করি। রাতে অভিযান করার নিয়ম না থাকায় ৭টা ২০ মিনিটের পর থেকে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে৷ আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে। যেখানে তারা ডুবে গিয়েছিল সেখানে গভীরটা ছিল ৩০ থেকে ৩৫ ফুট।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

