বিএনপি-বিজেপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে আহত ২০
ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোডে জেলা বিজেপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ায় দল দুটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপি কার্যালয়ের সামনে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেন নেতাকর্মীরা। এ উপলক্ষে কার্যালয়ের সামনে সভার আয়োজন করেন দলটি।
সভা চলাকালে সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা পাশের কার্যালয়ের সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দ্বিগ্বিদিক ছুটতে থাকেন।
বেশ কিছু সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি-বিজেপি এবং পুলিশের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

