ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ক্যারিবীয় সাগরে একটি জাহাজে যুক্তরাষ্ট্রের সেনাদের আরেকটি আঘাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
হেগসেথ বলেন, এই হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত হয়েছে এবং লক্ষ্যবস্তু ছিল এমন একটি জাহাজ যা 'অবৈধ মাদক পাচারে জড়িত' বলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে। হামলার সময় জাহাজে থাকা তিনজন পুরুষকে 'মাদক-সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
গত সেপ্টেম্বরে শুরু হওয়া এই অভিযানে মোট ৬২ জনের বেশি নিহত এবং ১৪টি জাহাজ ও একটি সেমি-সাবমারসিবল ধ্বংস হয়েছে।
যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে এই হামলা মাদক পাচারকারীদের বিরুদ্ধে করা হয়েছে, তবে এখনও সাধারণ মানুষের কাছে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। সমালোচকরা বলছেন, এই ধরনের হামলা হলো বিচারবহির্ভূত হত্যা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শুক্রবার (৩১ নভেম্বর) এক বিবৃতিতে এই হামলার 'মানবিক বিপর্যয়' বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, 'যেকোনো অভিযোগ থাকুক না কেন, যুক্তরাষ্ট্রকে এমন হামলা বন্ধ করতে হবে এবং জাহাজের যাত্রীদের বিচারবহির্ভূত হত্যার ঘটনা রোধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।'
সূত্র: সিএনএন নিউজ

