জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর লাশ উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার হল।
রোববার সকালে ঝিনাই নদীর চরহরিপুর এলাকা থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করে বলে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউল হক জিয়া জানান। নিহত শিশু বৈশাখী মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী গ্রামের কৃষক হোসেন মিয়ার মেয়ে।
এসআই জিয়াউল হক জানান, “গত শুক্রবার বিকালে স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলার পর পাঁচ শিশু ঝিনাই নদীর চরভাটিয়ানী আমতলা এলাকায় যায়। সেখানে আনার সরকারবাড়ীর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।”
ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্র ও শনিবার অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন বৈশাখী। রবিবার সকালে তার মৃতদেহ ভেসে ওঠে।

